অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়াঃ আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জনসভা করলেন জয়পুর থানার ময়নাপুর বাজারে। বিজেপি সমর্থকরা দিলীপ ঘোষের বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকেন। একটা বড় অংশ দেখা যায় সংখ্যালঘুদেরও এই সমর্থক হিসেবে। দিলীপ ঘোষ শুরু থেকে শেষ পর্যন্ত চাঁচাছোলা ভাষায় সিপিএম-তৃণমূল এবং পুলিশ প্রশাসনকে চাঁচাছোলা ভাষায় তীব্র আক্রমণ শানান।
দিলীপ ঘোষ মঞ্চ থেকে বলেন কেন্দ্র থেকে চাল এবং গম পাঠাচ্ছেন দিদিমণি এখানে বলছেন আমি দিচ্ছি, আরে রেশন থেকেই দিদির ভাইয়েরা নাকি কাটমানি খাচ্ছেন। আরো মন্তব্য করেন পুরোহিতদের এই পুরোহিত ভাতা নীতে নিষেধ করেন দিলীপ ঘোষ বলেন ওই টাকা পাপের টাকা দিতে হলে তিন হাজার টাকা করে দিন।
দীলিপবাবু যেখানে সভা করেন কিছু না কিছু বলে থাকেন প্রশাসনের উদ্দেশ্যে আজও বললেন প্রশাসনের বড় কর্তারা দিদির হয়ে কাজ করছেন প্রত্যেক থানার ওসি ব্লক সভাপতি এবং এসপিদের জেলা সভাপতি বলে কটাক্ষ করেন। তৃণমূলের দাসে পরিণত হয়েছে আজকের প্রশাসন। দীলিপবাবু প্রায় পঞ্চান্ন মিনিটের মতো বক্তব্য রাখেন স্টেজেতে। ২০২১ এ ভোটের পরে ধুপ ধুনো দিয়ে বিসর্জন দেবেন তৃণমূল সরকার টাকে।