রামপ্রসাদ বিসমিল
তমাল সাহা
আরে রামপ্রসাদকে চেনেন না?
ভগৎ সিং যাকে বলেছিল উর্দু ও হিন্দি ভাষার মহান কবি। বলশেভিক কি কার্তুত— অনুবাদ করেছিল রামপ্রসাদ।
রামপ্রসাদ তো ট্রেন ডাকাত।
পুরো দাগি ডাকাত! ভাবা যায় তিনবার ডাকাতি করেছিল সে!
বিপ্লব বানাওগে তো আর্মস্ কাঁহা?
কিনতে হবে অস্ত্রশস্ত্র। উপায়?
কাকোরি ট্রেন ডাকাতির কথা মনে নেই?
সরণপুর-লখনৌ ৮ ডাউন প্যাসেঞ্জার–
লুট হয়ে গেল সরকারি কোষাগার।
নেতা? নেতা কে? রামপ্রসাদ। সঙ্গী কারা? বারানসির রাজেন্দ্র লাহিড়ী,মন্মথ নাথ গুপ্ত। বাংলা থেকে শচীন্দ্রনাথ বক্সি,কেশব চক্রবর্তী। রায়বেরিলির বনোয়ারিলাল। ইটাওয়ারার মুকুন্দি লাল। শাহনাজপুরের মুরারি লাল। আর উন্নাওয়ের সেই চন্দ্রশেখর আজাদ।
হাতে তাদের কি ছিল?
মাউজার আরসি ৯৬ জার্মান পিস্তল রডা কোম্পানির।
কে করেছিলো সাপ্লাই? আরে সাপ্লায়ার কে? আমাদের হালিশহরের রিভলবার মাস্টার বিপিনবিহারী গাঙ্গুলী।
আর ভগৎ সিংয়ের এতো নাম! সে তো ছিল রামপ্রসাদের হাতে গড়া হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের মেম্বার। রামপ্রসাদ সেই চৌরিচৌরার ঘটনায় গান্ধীজীর বিরুদ্ধাচারণ করেছিল। এমনই ছিল তার হিম্মত।
আর সেই নিষিদ্ধ বইপত্র বিক্রির মামলা– মেনপুরী ষড়যন্ত্র মামলা।
তাতেও অভিযুক্ত রামপ্রসাদ।
পুলিশ করবে রামপ্রসাদকে গ্রেপ্তার?
পুলিশের একনাগাড়ে গুলি চালনা! তাকে বুড়ো আঙুল দেখিয়ে যমুনা নদীতে ঝাঁপ।
রামপ্রসাদ ডুব সাঁতার দিয়ে পগারপার!
এসবই রামপ্রসাদ, এমনই রামপ্রসাদ মানে রামপ্রসাদ বিসমিল।
রাপ্তী নদীর তীরে দাহ করা হয়েছিল রামপ্রসাদকে
ফাঁসির আগে কি গান গেয়েছিল রামপ্রসাদ? এটাকে বলে রণহুঙ্কার।
সেই বিখ্যাত গজল– সারফারোশি কি তামান্না হামারে দিল মে হ্যায়। দেখ না হ্যায় জোর কিতনা বাজুয়ো কাতিল মে হ্যায়।
বিসমিল আজমাবাদির রচনা বিখ্যাত হয়ে গেল।
ঝড় তুললো আকাশে বাতাসে….