অবতক খবর,২৭ নভেম্বর: নদীয়া জেলার করিমপুর জামশেরপুর গ্রামে 1878 খ্রিস্টাব্দে 27 নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন ।কলকাতার কলেজ থেকে বিএ পাস করেন, কলকাতা কর্পোরেশনের লাইসেন্স ইন্সপেক্টর, এফএম গুপ্ত কোম্পানির ম্যানেজার প্রভৃতি নানা পদে চাকরি করছেন ।যতীন্দ্রমোহন বাগচীর অল্প বয়স থেকেই কাব্য চর্চা শুরু করেন । ভারতী ,সাহিত্যে প্রভৃতি বিখ্যাত পত্রিকা তার কবিতা প্রকাশিত হলে তিনি কবি হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। তার লেখা খুবই জনপ্রিয় দুটি কবিতা “কাজলা দিদি” ও “অন্ধ বন্ধু” ।
করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের উদ্যোগে গত বছরে নদীয়া করিমপুর বাস স্ট্যান্ড স্থাপিত কবি যতীন্দ্রমোহন বাগচীর আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। আজ কবি যতীন্দ্রমোহন বাগচীর আবক্ষ মূর্তি তে করিমপুরের উন্নয়নের কান্ডারী বিধায়ক এবং নদীয়া জেলার প্রাইমারি বোর্ড এর চেয়ারম্যান বিমলেন্দু সিংহ রায় মাল্যদান করে সম্মান জানান । উপস্থিত ছিলেন করিমপুরের ব্লক নেতৃত্ব ,যুব নেতৃত্ব ও অসংখ্য জনসাধারণ। করিমপুর এর বিধায়ক বিমলেন্দু সিংহ রায় জানান করিমপুরের ভূমিপুত্র কবি যতীন্দ্রমোহন বাগচী ওপরে নব প্রজন্ম আরো উৎসাহিত হোক এবং তার সাথে আগামী দিনে তিনি যতীন্দ্রমোহন বাগচীর উপরে শারদ স্মৃতি নামক অনুষ্ঠান করার পরিকল্পনা করেছেন।