অবতক খবর,৫ মে: আজ বীজপুর বিধানসভা কেন্দ্রে বিধায়ক হিসেবে শপথ নিতে চলেছেন সুবোধ অধিকারী। বীজপুরের দু’বারের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়ের উত্থানের পেছনে ছিলেন এই সুবোধ অধিকারী। কিন্তু এখন দেখা যাচ্ছে শুভ্রাংশু রায়ের পতনের কারণও তিনি হয়ে দাঁড়ালেন। ২০১১ সালে যখন শুভ্রাংশু রায় সংগঠন তৈরি করছিলেন,সেই সময় সেই সংগঠন গড়ার মূল কারিগর ছিলেন সুবোধ,কমল এবং বিমল অধিকারী। এই তিন ভাই যেভাবে সেইসময় সিপিএমের বিরুদ্ধে লড়াই করে তাঁর উত্থান করেছিলেন, ঠিক একই ভাবে এই তিন ভাই আবারো তাঁর বিরুদ্ধে লড়াই করে এই বীজপুরে তাঁর পতন অনিবার্য করলেন। তবে তারা বলছেন শুভ্রাংশু রায়ের অহংকারই পতনের মূল কারণ।
যাই হোক, আজ তিনি বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করবেন।
এ প্রসঙ্গে তিনি বলেন,” বীজপুরবাসীর আশীর্বাদেই আজ আমি এই জায়গায়। মানুষ আমার পাশে না দাঁড়ালে,তারা আমাকে আশীর্বাদ না করলে আজ আমি এই জায়গায় থাকতাম না। কোটি কোটি টাকা খরচা করে চাটার্ড প্লেনে, হেলিকপ্টারে আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্যরা বাংলায় এসে মুখ্যমন্ত্রীর বিরোধীতা করেছেন। আর তাদের তুলনায় এক তৃতীয়াংশ খরচ না করেও তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের দিদি। ভাঙা পায়েই তিনি লড়াই করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদের হাত আমাদের মাথায় রয়েছে বলেই আমরা এতদূর এগোতে পেরেছি। আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত সরে গেলে কি হয়। যাক সেসব কথা। কিন্তু আমরা যে বলেছিলাম বীজপুরকে স্মার্ট সিটি করব। সেটা আমরা করবই। কারণ এটা বীজপুরবাসীর কাছে আমার কমিটমেন্ট। বীজপুরবাসী উন্নয়নের কিছুই এখনো দেখেননি। তারা আরো উন্নয়ন দেখবেন। আমি বিধায়ক থাকাকালীন যে উন্নয়ন করবো তা বীজপুরবাসী মনে রাখবেন যে, সুবোধ অধিকারী উন্নয়নের প্রকৃত সংজ্ঞা মানুষকে বুঝিয়েছেন।”