অবতক খবর,৯ মার্চ : প্রয়াত বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ সমরাদিত্য ওরফে, বাচ্চু পাল। বয়স হয়েছিল ৮৪ বছর। পরিবার সূত্রে খবর, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বর্ষীয়ান আইনজীবী। আজ ভোরে নিউ আলিপুরের বাড়িতে মৃত্যু হয় সমরাদিত্য পালের। তাঁর স্ত্রী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রুমা পাল।
সমরাদিত্য পালের উল্লেখযোগ্য মামলার অন্যতম ২০১৩-র পঞ্চায়েত মামলা। নির্বাচন কমিশনের হয়ে লড়েছিলেন তিনি। বলা যায়, তাঁর দৌলতেই সেবার পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী এসেছিল। টাটা গোষ্ঠীর হয়েও একাধিক মামলায় সওয়াল করেন। আইনজীবী বাচ্চু পাল। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়। স্নাতকোত্তর ও এলএলবি পাশ করার পর সমরাদিত্য পাল লন্ডনের ইনার টেম্পেল থেকে ব্যারিস্টার ডিগ্রি পান। বিভিন্ন বই লিখেছিলেন সমরাদিত্য পাল। আইনগত বুৎপত্তির পাশাপাশি বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে তাঁর জীবনচর্চার আদর্শ।