উৎপল রায় :: অবতক খবর :: জলপাইগুড়ি ::    করোনাভাইরাস তথা কভিড-১৯ এর কারণে রাজধানীসহ সারাদেশ প্রায়ই ফাঁকা। মানুষজন তেমন একটা নেই বললেই চলে। এতে শহরের কুকুরগুলোর দিন কাটছে অনাহারে। কারণ ঘরে থাকা ও রাস্তায় চলাচলরত মানুষের আধ-খাওয়া ছুড়ে ফেলা খাবার খেয়েই জীবন বাঁচে কুকুরগুলোর।

বিশ্বজুড়ে মহামারির এমন আবস্থায় “আমার শহর ফাউন্ডেশন” পক্ষ থেকে অসহায় জীবগুলোর জন্য এগিয়ে এসেছেন। করোনাভাইরাসের কারণে না খেয়ে থাকা রাস্তার কুকুরদের খাবার দিচ্ছেন আমার শহর ফাউন্ডেশন। অসহায় কুকুরগুলোর পাশে দাঁড়িয়েছেন আমার শহর ফাউন্ডেশন ।

”আমার শহর ফাউন্ডেশন” এর সদস্য সৌভিক ঘোষ বলেন “গত কয়েকদিন আগেই দুস্থ মানুষদের দুপুরের খাবার ব্যবস্থা করি আজকে আমরা ”আমার শহর ফাউন্ডেশন” এর সদস্যরা মিলে রাস্তার কুকুরদের ভাত মাংস রান্না করে খাওয়াই। মানুষের মতো চারপাশের প্রাণীগুলোরও বাঁচার অধিকার আছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখে তারাও। আমাদের মতো এমন আরো কিছু মানুষ যদি এগিয়ে আসে তাদের পাশে থাকে তাহলে খাবারের অভাবে অন্তত মরতে হবে না মানুষের বিশ্বস্ত সহচর কুকুরগুলোকে।