অবতক খবর , শিলিগুড়ি : আজ শিলিগুড়ির এন জে পী তে বিজেপী থেকে তৃণমূলে ফিরলেন প্রায় ৫০০ জন সদস্য। রঞ্জন সরকারের নেতৃত্বে বিজেপী ছেড়ে তৃণমূলে ফিরলেন তারা। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঞ্জন সরকার,অরুপ রতন ঘোষ এবং প্রসেনজিৎ রায় প্রমুখ।
রঞ্জন সরকার জানান বর্তমানে বিজেপীর জাতপাতের রাজনীতিতে বহু মানুষ বিপর্যস্ত এবং বিভ্রান্ত তাই যারা যারা বিজপী তে গিয়েছিলেন তারা ভুল বুঝে আবার ফিরে আসছেন তৃনমুলে।
এদিন ৫০০ জন মানুষের মধ্যে একশোরও বেশী মহিলা ছিলেন। প্রত্যেকের হাতে আজ পতাকা তুলে দেন রঞ্জন সরকার এবং প্রসেনজিৎ রায়।