অবতক খবর :: শিলিগুড়ি :: শিলিগুড়ির মহানন্দা পাড়ার পার্ক ভিউ অ্যাপার্টমেন্টে আজ সকালে ঘিরে দেওয়া হল। গতকাল এখানে এক মহিলার করোনা পজিটিভ পাওয়া গেছে। আছ সকালে প্রশাসনের পক্ষ থেকে ওই অ্যাপার্টমেন্ট ঘিরে দেওয়া হয়। ঘিরে দেওয়ার সময় ওই ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দাদের সাথে বচসা হয় প্রশাসনের পক্ষ থেকে যারা গিয়েছিলেন তাদের সাথে।
ওই বাসিন্দাদের বক্তব্য ছিলো তারা অন্যত্র চলে যাবেন, কিন্তুু প্রশাসনের নির্দেশ আপাতত ১৪দিন ওই অ্যাপার্টমেন্ট ছেড়ে কোথাও যাওয়া যাবে না।পরে ওই ওয়ার্ডের কোয়ার্ডিনেটার তাদের বুঝিয়ে শান্ত করেন। এদিকে সাত নম্বর ওয়ার্ডে ওই মহিলার সংষ্পর্শে আশা আরো দশজনকে কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে। তার পরিবারকে আপাতত হোম কোয়রেনটাইনে রাখা হয়েছে।