অবতক খবর,১০ সেপ্টেম্বর: তৃতীয় শ্রেণীর ইকোনমিক ক্লাসে ট্রেনের পুজোর আগে বিশেষ কিছু ট্রেন সুবিধা পাচ্ছে না বাংলা বেশিরভাগই তাক উত্তরপ্রদেশে দেওয়া হচ্ছে সেই প্রসঙ্গে অধীর চৌধুরী জানান, করোনা পরিস্থিতিতে মানুষের যা অবস্থা অন্যকিছু যানবাহনে যাত্রা করতে গেলে অনেকটাই খরচা করতে হয়।ট্রেন এমন একটা যোগাযোগ ব্যবস্থা যেখানে মানুষ কম খরচে যাতায়াত করতে পারে। তবে তিনি জানান, বাংলায় ট্রেন চালাতে গেলে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ট্রেন চলাচল করতে পারে। তবে রেলকে এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা উচিত।
মুর্শিদাবাদ জেলায় দুটি জায়গায় নির্বাচন অধীর বাবু জানান, তিনি প্রচারে যাবেন কিনা ঠিক নেই। তবে কংগ্রেস কর্মীরা জানে ভবানীপুরে কংগ্রেস প্রার্থী দেয়নি তবে প্রচারের জন্য তিনি যাবেন কিনা সেটাও এখনো অনিশ্চিত। তিনি এও বলেন, বিজেপি মুর্শিদাবাদে দুটি আসনে গো হারা হারবে, ভাগ্যক্রমে তারা জেলায় দুটি আসন পেয়েছে।
ত্রিপুরায় সাংবাদিকদের উপর হামলা প্রসঙ্গে অধীর চৌধুরী নিন্দা করলে তিনি বলেন, চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম এবং মানুষের কাছে সত্যতা পৌঁছে দেওয়াই তাদের কাজ। এখন দেখা যাচ্ছে আফগানিস্থানে সাংবাদিকদের ওপর এ হামলা করা হচ্ছে এছাড়া পশ্চিমবঙ্গে সাংবাদিকদের উপর হামলা করা হয় উত্তরপ্রদেশ এর জন্য কুখ্যাত এরপরে ত্রিপুরাতেও হামলা হলো তিনি এই সাংবাদিক হামলা প্রসঙ্গে তিনি নিন্দা প্রকাশ করলেন।
পশ্চিমবঙ্গে একের পর এক ভুয়া ডাক্তার থেকে আইপিএস অফিসার আইএএস অফিসার এটা এখন পশ্চিমবঙ্গে ঘটে চলেছে এ প্রসঙ্গে অধীর চৌধুরী জানান তাহলে মানুষ কি করবে কিছুদিন আগে ভুয়া দি এসপি এবং বহরমপুরে এক্স চিটার নীল বাতি লাগানো গাড়ি নিয়ে লোককে চাকরি দিচ্ছিলেন সে ধরা পরল আসলে পশ্চিমবঙ্গে প্রশাসনের শত ছিদ্র হয়ে গেছে প্রশাসনের এমন করা উচিত কঠোরতম কঠোর শাস্তি দেওয়া উচিত যাতে ভবিষ্যতে এরকম কাজ কেউ না করতে পারে।
বিশ্বভারতীতে যা চলছে আগামী দিনে সাধারণ কলেজের সঙ্গে তার কোন পার্থক্য থাকবে না তবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে যতসম্ভব শীঘ্র কিছু ব্যবস্থা করা দরকার কেন্দ্রের সঙ্গে আলোচনা করে কারণ বিশ্বভারতী শুধু বাংলার নয় গোটা ভারতবর্ষের গর্ব যেখানে রবীন্দ্রনাথের মান-সম্মান ভাব সবকিছুই জড়িয়ে আছে।
উপর উপ নির্বাচনের আগেই বিজেপি নেতার বাড়ির সামনে বোম মারার প্রসঙ্গে অধীর চৌধুরী জানান যেখানে মমতা ব্যানার্জি তিন বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন এবং বিপুল মানুষের ভোট নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, সেখানে কংগ্রেস তৃণমূল বিজেপি কাউরির বাড়িতে বোম পরবে এটা ভাবা যায় না। যেখানে মমতা ব্যানার্জি কে নিয়ে গোটা ভারতবর্ষে আলোচনা হচ্ছে সেই জায়গাটা তার দেখা দরকার এছাড়া ত্রিপুরা উত্তর প্রদেশ ধরা যেতে পারে রাষ্ট্রপতি শাসন কিন্তু বাংলাকে কি মডেল হিসাবে করা যায় না।
বিশ্বভারতীর উপাচার্য খুব খারাপ কাজ করছেন,এটা একটা রাজনৈতিক আখড়া হয়ে দাঁড়িয়েছে যেখানে গোটা এশিয়া এবং গোটা পৃথিবীতে বিশ্বভারতী একটা অন্য জায়গা সেই জায়গায় ছাত্র-ছাত্রীদের বিশ্বভারতীর অপর আকর্ষন কমে আসছে তবে যেখানে বিশ্বভারতী থেকে গোটা ভারতবর্ষের একটা শোনান ছিল সেইটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। কোন সময় উপচার্যকে ঘেরাও করা হচ্ছে এবং গাড়ির নিচে শুয়ে আন্দোলন করা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির মনে একটা আত্মার সঙ্গে মিশে আছে আর সেই জায়গাটায় দাঁড়িয়ে আজ বিশ্বভারতী অবস্থা খুবই খারাপ যতশীঘ্র কেন্দ্র সরকার ও রাজ্য সরকারকে যৌথভাবে আলোচনা করে সমস্যার সমাধান করা দরকার।