অবতক খবর, নৈহাটি, ১৬ জানুয়ারি : শুক্রবার নৈহাটি বিস্ফোরণকান্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের চেক বিলি করা হবে । বিস্ফোরণের ৭ দিনের মাথায় চেক বিলি করা হবে ক্ষতিগ্রস্তদের মধ্যে। ১১ টি সম্পূর্ন ও ১৪৫ টি আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির পরিবারের লোকেদের ক্ষতিপূরণের চেক তুলে দেবে রাজ্য সরকার।
নৈহাটিতে শুক্রবার চেক বিলি করার ব্যবস্থা করেছে নৈহাটি পৌরসভা। মোট ১৫৬ টি বাড়ির মধ্যে ২ টি স্কুল রয়েছে এই ক্ষতিগ্রস্তদের তালিকায়। সকাল ১১ টা থেকে নৈহাটির ত্রিকোণ পার্ক থেকে এই চেক বিলি করা হবে জানিয়েছেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জি। । চেক বিলির সময়ে মঞ্চে উপস্থিত থাকবেন উত্তর ২৪ পরগনার জেলা শাসক, মহকুমা শাসক বারাকপুর, রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক।
এই ভয়াবহ বিস্ফোরণের দুদিনের মাথায় রাজ্য সরকার থেকে ক্ষয়ক্ষতির স্ক্রুটিনি করা হয়। আর ৭ দিনের মধ্যে ক্ষতিগ্রস্তদের চেক বিলি করার মধ্যে দিয়ে রাজ্য সরকার প্রমান করে দিল মানুষের পশে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।