অবতক খবর,৮জুন: আজ ৮ জুন থেকে কাঁচরাপাড়ার বাণিজ্য কেন্দ্র আগের অবস্থায় ফিরে আসবে বলে মনে করা হচ্ছে।‌ কারণ সরকারি নির্দেশিকা মারফত এবং স্থানীয় পৌর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে যে আজ ৮ জুন থেকে শপিং মল সহ সমস্ত ধরনের দোকানপাট স্বাভাবিক জীবনযাত্রায় যেমনভাবে খোলা ছিল অর্থাৎ রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে।

ব্যবসায়ীদের অর্থনীতিক জীবন এবং মানুষের চাহিদা মেটানোর জন্য পৌর প্রশাসক সুদামা রায় জানান যে, এই সংবাদ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন। জীবনযাত্রা স্বাভাবিক করার জন্য দোকানপাট, শপিং মলসহ সমস্ত কিছুই আবার পূর্ব দিনের মতো খোলা থাকছে।

তবে এটি উল্লেখ করা অত্যন্ত প্রয়োজন এবং জরুরী যে, প্রত্যেক, গ্রাহক, বিক্রেতা, দোকানদারকেই মাস্ক ব্যবহার করতে হবে এবং সোশ্যাল ডিসট্যান্সিং-এর মান্যতা দিতে হবে। স্যানিটাইজেশনের প্রক্রিয়া গ্রাহক অর্থাৎ ক্রেতাদের মধ্যে যেভাবে চলছিল সেই কার্যক্রমটিকে মান্যতা দিতে হবে। সুতরাং ব্যবসায়ীদের মধ্যে যে একটা দোদুল্যমানতা ছিল দোকানপাট খোলা যাবে কিনা, ৮ জুন থেকে সেই দোদুল্যমানতা কেটে গেল অর্থাৎ ৮ জুন থেকে শপিং মলসহ দোকানপাট স্বাভাবিক অবস্থায় থাকছে।