অবতক খবর : সৌভিক দত্ত : জলপাইগুড়ি :     করোনা পরিস্থিতিতে এক ভয়ংকর ঘটনার সাক্ষী হলো মালবাজার শহরবাসী। শহরের ৮ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা প্রদীপ কুন্ডু (৬২) করোনায় আক্রান্ত অবস্থায় আত্মহত্যার পথ বেছে নিলেন। পেশায় ব্যবসায়ী ওই ব্যাক্তির শরীরে কয়েকদিন আগেই সংক্রামণ ধরা পড়ে। এতেই সম্ভবত মানসিক অবসাদের শিকার হন। বুধবার সকালে নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পার্শবর্তী বাসিন্দারা জানান ।

মালবাজার শহরে হটাৎ করেই গত ২০ দিনে মারাত্মক ভাবে সংক্রামিত রোগীর সংখ্যা ক্রমাগত হারে বৃদ্ধি পেতে শুরু করে। গত ২০ দিনে শহরে প্রায় দ্বিশতাধিক সংক্রামিত হয়। ইতিমধ্যেই মৃত্যু হয় ৬ জনের। যদিও মোট আক্রান্তের প্রায় ৭০ জনই সুস্থ হয়ে উঠেছেন । এতেই শহর জুড়েই আতংকের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশে বুধবার করোনা সংক্রামিতের আত্মহত্যা  শহরের সমস্ত স্তরের মানুষের মনকে ভারাক্রান্ত করে তুলছে।

পৌরসভার স্বাস্থ্য বিভাগ সুত্রে জানাগেছে, “মঙ্গলবার রাত পর্যন্ত সংক্রামিতের সংখ্যা ৬৬৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫১৭ জন, মৃত্যু হয়েছে ১৭ জনের। বাকিরা সকলেই চিকিৎসাধীন রয়েছে”।

প্রসঙ্গত আরও জানাগেছে, আত্মঘাতী করোনা রোগীর বাড়িতে ইতিমধ্যেই মালবাজার থানার পুলিশ ও স্বাস্থ্য কর্মীরা গেছেন।