অবতক খবর,২০ ডিসেম্বর: আত্রেই নদীতে জল ধরে রাখতে স্বল্পদৈর্ঘ্যের বাঁধ নির্মাণ শুরু করল সেচ ও জলপথ বিভাগ। আধুনিক যন্ত্রপাতি এসে পৌঁছেছে কাজের জন্য। এই কাজ হবে চকভবানি শ্মশান কালীবাড়ির নদীর ঘাট থেকে শুরু চক ভৃগুর ডাকরা মৌজা পর্যন্ত।হবে স্বল্প দৈর্ঘ্যের বাধ।
লক্ষাধিক মৎস্যজীবী উপকৃত হবে বলে খবর।ফলে নদীর সেচ প্রকল্প আরো সচল হবে বলে বিশ্বাষ আশাবাদী বালুরঘাট বাসীর। বালুরঘাট বাস কে। গত ৭ইডিসেম্বর দুই দিনাজপুর প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করতে আসেন উত্তর দিনাজপুর জেলারকর্ণজোড়ায়,সেখানেই ঘোষনা করেন তিনি।এতে মৎস্যজীবিরা অনেকটা উপকৃত হবেন বলে জানান মুখ্যমন্ত্রী।
এই বাধ তৈরি করতে প্রায়৩১ কোটি টাকা খরচ হবে বলেও ক।জ শূরু করতে কাজের সামগ্রী নিয়ে হাজির ঠিকাদারি সংস্থা। খুশির হাওয়া জেলার বাসিন্দাদের মনে।