অবতক খবর,২১ জানুয়ারি: প্রায় এক মাস আগে আত্রেয়ী খাঁড়ি সংস্কার সহ দখলমুক্ত করতে এবং তৃণমূল নেতা সহ যারা যারা আত্রেয়ী খাঁড়ি দখলের পেছনে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে জেলা শাসকের কাছে লিখিতভাবে আর্জি জানিয়েছিল বালুরঘাট টাউন বিজেপি। বিজেপির বালুরঘাট টাউন মন্ডল সভাপতি সুমন বর্মনের অভিযোগ প্রায় এক মাস হতে চলল আত্রেয়ী খাঁড়ি নিয়ে জেলাশাসক কোনরকম পদক্ষেপ গ্রহণ করেনি এই বিষয়ে বিজেপির প্রতিনিধিদল জেলাশাসকের সঙ্গে দেখা করতে গেলেও জেলাশাসক দেখা করেননি।
বালুরঘাট টাউন বিজেপির সভাপতি সুমন বর্মন আরো অভিযোগ করে বলেন যে, জেলাশাসক ভালো করেই জানে যে খাঁড়ি দখলের পেছনে তৃণমূল নেতারাই যুক্ত। উনি যদি তদন্ত করতে যান তাহলে কেঁচো খুঁড়তে কেউটে বের হয়ে যাবে জেলাশাসকের পদও চলে যেতে পারে। আর এই আশঙ্কার ভয়েই জেলাশাসক কোনরকম পদক্ষেপ গ্রহণ করেনি। সুমন বর্মন মহাশয় এই প্রসঙ্গে আরো বলেন যে, বালুরঘাট টাউন বিজেপি বালুরঘাটের লাইফ লাইন আত্রেয়ী খাঁড়িকে রক্ষা করতে সর্বদা বদ্ধপরিকর। সমগ্র বালুরঘাট বাসী আত্রেয়ী খাড়ীকে রক্ষা করতে বদ্ধপরিকর। তাই আজকে ওনারা আত্রেয়ী খারি পরিদর্শনের মাধ্যমে আত্রেয়ী খারির সামনে আত্রেয়ী বাঁচাও খাঁড়ি বাঁচাও প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন।