অবতক খবর ,সম্পা ভট্টাচার্য : মালবাজার (জলপাইগুড়ি) – ডুয়ার্স তরাই সারণা যুব সমিতির উদ্যোগে আদিবাসী নেতা বীর বিরষা মুন্ডার মূর্তি স্থাপিত হল মালবাজার বাসস্ট্যান্ডে।

বৃহস্পতিবার বিকেলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মূর্তিটি উন্মোচন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।সঙ্গে ছিলেন তৃনমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ওমপ্রকাশ মিশ্র প্রমূখ।

এদিন মন্ত্রী গৌতম দেব বলেন, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আদিবাসীদের প্রতি খুবই সংবেদনশীল। তিনি চান আদিবাসীরা সবদিক থেকে এগিয়ে যাক।হাতিঘিষার কলেজটি বিরষা মুন্ডার নামে করা হয়েছে।

এছাড়াও বেশ কয়েকটি হিন্দি মিডিয়াম স্কুলের আপগ্রেডেশন করা হয়েছে।এদিনের অনুষ্ঠানে বিভিন্ন চা বাগান থেকে প্রচুর আদিবাসী সম্প্রদায়ের মানুষ যোগদান করে।