অবতক খবর,৯ অক্টোবরঃ সিউড়ি ২নং ব্লকের পুরন্দরপুর হাটতলার কাছে আদিরেপাড়ায় এবার তৈরি হচ্ছে ২২ফুটের বিশালাকার লক্ষী প্রতিমা।বিধান স্মৃতি সংঘের উদ্যোগে আদিরেপাড়া সার্বজনীন লক্ষী পুজোতে এই বিশালাকার লক্ষী প্রতিমা নজর কাড়বে দর্শনার্থীদের এমনই আশা উদ্যোক্তাদের।প্রতিমা তৈরি করছেন পাড়ুই এর অনিল বাগ্দী।
এই প্রতিমা তৈরির জন্য লেগেছে দু ট্রাক্টর মাটি।এক মাস ধরে চলছে প্রতিমা তৈরির কাজ।ডানা মেলে থাকা পেঁচার উপর দাঁড়িয়ে থাকা লক্ষীর প্রতিমা।লক্ষীপুজো উপলক্ষ্যে পাঁচদিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ও মেলার আয়োজন করা হয়েছে। বীরভূম জেলার মধ্যে সর্বোচ্চ উচ্চতার লক্ষী প্রতিমা এমনই দাবি উদ্যোক্তাদের।এবারে এই পুজোর সম্পাদকের দায়িত্বে স্বপন ধীবর। উদ্যোক্তাদের পক্ষে চন্দ্রনাথ সাহা জানান,১৯৭৮সাল থেকে এই পুজো হয়ে আসছে।
এবারে এই পুজোর ৩৫তম বর্ষ। এবছর আমাদের আর্কষণ ২২ফুট উচ্চতার লক্ষী প্রতিমা।পুজো উপলক্ষে পাঁচ দিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের ও মেলার আয়োজন করা হয়েছে।বির্সজনের দিন আতসবাজি প্রর্দশণ ও মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে।