অবতক খবর,৮ ডিসেম্বরঃ  আন্তর্জাতিক পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ ভারতের প্রতিনিধিত্ব করে ৪টি সোনা ও ৪টি রূপো মেডেল অর্জন করে বাড়ি ফিরলো মৌমিতা ঘোষ। হৃদয়পুরে বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি।নিউজিল্যান্ডের আয়োজিত কমনওয়েলথ পাওয়ারলিফটিং চাম্পিয়নশিপে ভারতের হয়ে এই খেতাব অর্জন করলো উত্তর ২৪ পরগনা জেলার হৃদয়পুরের মৌমিতা ঘোষ।ছোটবেলা থেকেই খেলাধুলা ভালো বাসত মৌমিতা,কিন্তু পাওয়ার লিফটিংয়ে কিছু করে দেখাবে কোনদিন ভাবেনি।গত একবছর আগে নিজের ওয়েট কমাতে জিমে ভর্তি হয়,সেখান থেকেই পাওয়ার লিফটিংয়ে আগ্রহ ইচ্ছা বাড়তে থাকে।

একবছরের মধ্যে জেলা,রাজ্য,জাতীয় পর্যায়ে একাধিক চাম্পিয়নশিপে সোনা ছিনিয়ে নিয়ে অবশেষ আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রমাণ করতে পারি দেয় নিউজিল্যান্ডের মাটিতে।একবছরে হয়তো অনেক সোনা এসেছে বাড়িতে জাতীয় স্তরে,তবে এই প্রথম আন্তর্জাতিক খেতাব মৌমিতার মাথায়।তবে লড়াই টা ছিলো খুবই কঠিন,বাবা একজন ব্যবসায়ী মা গৃহবধূ,দুজোনেরই সর্বোচ্চ সহযোগিতা ছিলো,তার সাথে মৌমিতার পরিশ্রম।আগামীতে এশিয়া এবং সর্বপরি ওয়ার্ল্ড চাম্পিয়নশিপে নিজেকে নিয়ে যেতে চায়।লড়াই কঠিন হলেও ছোটবেলা থেকে খেলার সাথে যুক্ত থাকার কারণে কিছুটা সুবিধা হয়েছে।তবে জাতীয় স্তরে শক্ত লড়াই ছিলো,সেই লড়াইয়ে সফলতা পাওয়ার পরই নিউজিল্যান্ডে যাওয়ার রাস্তা পরিস্কার হয়ে যায়।এর জন্য মৌমিতার কোচেদের অন্যতম ভূমিকা ছিলো।নিউজিল্যান্ডে বর্তমানে আবহাওয়া ১৪-১৫ ডিগ্রি আশপাশে ছিলো,সেই কারনে অনেকটাই কঠিন ছিলো এই লড়াইও।তবে শেষমেষ সোনার মেডেল ছিনিয়েই নেয় বছর ২০ র মৌমিতা ঘোষ।মেয়ের এই সাফল্যে গর্বিত বাবা-মা,আগামী দিনে নিজেদের সাধ্য অনুযায়ী মেয়েকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের প্রচেষ্টা থাকবেই।