অবতক খবর,২৯ মার্চ: আন্তর্জাতিক ফেক কল সেন্টারের হদিশ বিধান নগরে। বিধান নগর পুলিশের যৌথ তল্লাশিতে গ্রেপ্তার তিন। উদ্ধার বিপুল পরিমাণ টাকা। প্রায় ৬৭ লাখ টাকার ওপরে উদ্ধার হয় এর পাশাপাশি ১৪ টি অ্যান্ড্রয়েড ফোন, দুটো নোটবুক, একটি ক্যাশ কাউন্টিং মেশিন, ছয়টি ডেস্কটপ, এছাড়াও চারটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

বিধান নগর কমিশনারেট এর ডিসি ডিডি sonawane kuldeep suresh জানান…….
গতকালকে বিধান নগর কমিশনারের তরফ থেকে একটি যৌথ তল্লাশি চালানো হয়। বিধাননগর গোয়েন্দা পুলিশ সাইবার ক্রাইম এবং বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ যৌথভাবে সেক্টর ফাইভ এর একটি অফিসে তল্লাশি চালায়। সূত্র মারফত খবর পেয়ে সেক্টর ফাইভ এর ইমাজিন টেক পার্ক বলে একটি বিল্ডিং রয়েছে সেখানে এটি ইন্টারন্যাশনাল ফেক কল সেন্টার চলছে।

সেখানে গিয়ে দেখা যায় সেখানে একটা অফিস সেটাপ করে অফিস চালাচ্ছিল এবং সেখানে দুজন ছিল। তাদের ল্যাপটপ এবং ডেস্কটপ দেখার পরে দেখা যায় সেখানে একটা ডায়ালার ছিল সেটা ইউজ করে বিদেশে কল করতো। এরপরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখা যায় যে US সিটিজেন সহ অন্যান্য কান্ট্রির বিভিন্ন লোকের ডেটা ছিল। লক্ষ লক্ষ লোকের ডাটা ছিল। সেখান থেকে নাম্বার নিয়ে তারা সেই সমস্ত বিদেশি নাগরিকদের ফোন করে টেক সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা করত। এই টাকা গিফট কার্ড ও বিটকয়েনের মাধ্যমে নেওয়া হতো। এরপরে সেই টাকা অন্য কান্ট্রিতে ঘুরিয়ে তারপরে ক্যাশ করা হতো। জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এটি অবিনাশ জাসওয়াল