অবতক খবর,মালদা,২৬ জুন: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন করলো মালদা জিআরপি।
সাধারণ মানুষকে সচেতন করতে সোমবার সকালে মালদা রেল স্টেশনে একটি মিছিলের আয়োজন করা হয় জিআরপির পক্ষ থেকে।
যাত্রীরা যাতে অচেনা লোকের কাছ থেকে চা, কফি ও অন্যান্য খাদ্য সামগ্রী গ্রহণ না করেন।
কিভাবে মাদকদ্রব্য মিশিয়ে খাবার খাইয়ে যাত্রীদের সর্বস্ব লুট করে পালায় দুষ্কৃতীরা তা নিয়ে সাধারণ যাত্রীদের সচেতন করেন জিআরপি।
সাধারণ মানুষ যাতে নেশায় আসক্ত না হন এবং নেশা করলে মানুষের কি ক্ষতি হতে পারে তা নিয়েও সচেতনতা বার্তা দেন জিআরপি।