অবতক খবর ,সম্পা ভট্টাচার্য , জলপাইগুড়ি :- দিনের পর দিন প্রায় সব জায়গাতেই বেড়ে চলেছে মানবপাচার এবং অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ওপর যৌন হেনস্থা।বিশেষ করে এর শিকার হচ্ছে চাবাগান এবং গ্রামাঞ্চলের মেয়েরা।এরকম অপ্রীতিকর পরিস্থিতিতে কি করে নিজেদের রক্ষা করতে হবে সেই বিষয়ে শিক্ষা দিতে এগিয়ে এল আন্তর্জাতিক স্তরের সমাজসেবী সংস্থা ” এফ এক্স বি ইন্ডিয়া সুরক্ষা”।
শনিবার মাল পঞ্চায়েত সমিতি হলে এই বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন সংস্থার প্রোজেক্ট কো-অর্ডিনেটর নির্নয় জন ছেত্রি,জলপাইগুড়ি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান বেবি উপাধ্যায় সহ অন্যান্যরা।নির্নয় জন ছেত্রি এবং বেবি উপাধ্যায় বলেন, আজকাল বিভিন্ন জায়গায় মানবপাচার এবং অপ্রাপ্তবয়স্ক নেয়েদের ওপর যৌন হেনস্থার ঘটনা ঘটেই চলেছে।
এই পরিস্থিতিতে নিজেদের কি করে রক্ষা করতে হবে সেই বিষয়ে অনেক মেয়ে এখনও অজ্ঞ।সেজন্য রক্ষা করার বিষয়টি শেখাতেই আজকে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।এরা এখান থেকে শিক্ষা নিয়ে যাতে তাদের এলাকার ছেলেমেয়েদের সজাগ ও সতর্ক করতে পারে।