অবতক খবর,২ এপ্রিল: আজ এক বিশেষ সাক্ষাৎকারে সংযুক্ত মোর্চার পক্ষে বীজপুরের সিপিএম প্রার্থী সুকান্ত রক্ষিত স্পষ্টই ঘোষণা করেন যে,কোন প্রতিশ্রুতি নয়,এটা আমার অঙ্গীকার এবং শপথ যে, কাঁচরাপাড়া স্টেডিয়াম, কাঁচরাপাড়া বাস টার্মিনাল এই দুটো যে বামফ্রন্ট আমলের প্রকল্প যা এখনো পর্যন্ত চালু হয়নি,তা চালুর জন্য সর্বতোভাবে চেষ্টা, প্রয়োজনে আন্দোলন সংগঠিত করাই হবে আমার লক্ষ্য।

আমার দ্বিতীয় লক্ষ্য কেন্দ্রীয় সরকারের পক্ষে কোচ ফ্যাক্টরি নির্মাণের যে ওয়াদা তারা করেছিলেন এবং যে কোচ ফ্যাক্টরি দু-দুবার উদ্বোধন করে মানুষকে বেকারত্ব মোচনের লাড্ডু দেখানো হয়েছিল,যদি আমি রাজ্য বিধানসভায় নির্বাচিত হই,ছাত্র যুব মহিলা এবং পার্টি সংগঠনকে নিয়ে দুর্বার লাগাতার আন্দোলন গড়ে তুলে সেই প্রকল্পকে রূপায়নের প্রচেষ্টা করবই। অর্থাৎ আমি আন্দোলনের পথে থাকবো এই ওয়াদাটা করছি।

অন্যদিকে তিনি বলেন, কাঁচরাপাড়ার সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। দীর্ঘকালীন এই সাংস্কৃতিক ঐতিহ্যকে বজায় রাখার জন্য একটি টাউন হল নির্মাণ আবশ্যক। বামফ্রন্টের আমলে তৎকালীন পৌরমন্ত্রী অশোক ভট্টাচার্য্য কাঁচরাপাড়া কলেজ সংলগ্ন কবিগুরু রবীন্দ্র পথের সামনে যে টাউন হল নির্মাণ প্রকল্পের শিলন্যাস করেছিলেন এবং সেই প্রকল্পের রূপায়নের কার্য শুরু হয়ে গিয়েছিল। এই প্রকল্প রূপায়নে প্রায় এক কোটি টাকা ব্যয় হয়ে গেছে। কিন্তু বর্তমান শাসক আমলে সেই পরিকল্পনা ভেস্তে দেওয়া হয় এবং স্থানটিকে টাউন হল নির্মাণ অযোগ্য বলে ঘোষণা করা হয়। অদ্ভুত খামখেয়ালিপনা, তুঘলকিপনা বর্তমান শাসকের। তারা এই নির্বাচনের আগে সেই স্থানটিকেই পুনরায় বিবেচনা করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন যে সেখানেই পৌর টাউনহল নির্মাণ করা হবে। এটি ইতিমধ্যে দ্বিতীয়বার উদ্বোধন করেছেন পৌর মন্ত্রী ফিরহাদ হাকিম |

সে যাই হোক, সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করার জন্য ওই অঞ্চলে টাউন হল নির্মাণের জন্য লাগাতার আন্দোলন চলতে থাকবেই। সংযুক্ত মোর্চার পক্ষে ব্যক্তিগতভাবে আমাকে নয়, লড়াইয়ের মুখ হিসেবে কাঁচরাপাড়ার প্রগতির মুখ হিসেবে যদি দেখতে চান তাহলে সংযুক্ত মোর্চার প্রার্থীকে জয়যুক্ত করবেন। সংযুক্ত মোর্চার প্রার্থীকে জয়যুক্ত করা মানেই লড়াই ও আন্দোলনের পথে থাকা মানুষের সঙ্গে জনসংযোগে গুরুত্ব প্রদান করা।