অবতক খবর,২২ আগস্ট: আফাগানিদের রাখি বেঁধে সম্প্রতির বার্তা বারাসাতে।

বারাসত হেলাবটতলা মোড়ে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব করা হয়।সেইখানে শহরে বসবাসকারী আফগানিদের নিয়ে এসে রাখি বন্ধন। দীর্ঘ পাঁচ দশক তারা এই দেশের বাসিন্দা।

তবু আফগানিস্তানের কান্দহারের মন পড়ে রয়েছে তাদের।তালিবানের উত্থানের পর থেকেই দুশ্চিন্তায় তারা।

এখনও বোন ও ভাগ্না রয়েছে তাদের মাতৃভূমিতে।কিন্তু তালিবান ক্ষমতায় এসে যেভাবে দেশের নাম ও পতাকা প্লাল্টে দিয়েছে তা তারা মানতে পারছেন না।

তাদের দাবি, তালিবান মুক্ত এক মুক্ত বাতাসের আফগানিস্তান চান তারা।যেখানে অতীতের গৌরব আর নিজের সংস্কৃতি নিয়ে বেঁচে থাকবে আফগানিরা।অশান্ত আফগানিস্তানে শান্তি ফেরাতে ভারত একটি ভূমিকা নিক এটাই চান তারা।

আর এক আফগানি শের খাঁয়ের দাবি, বহু ধর্ম আর ভাষার দেশ ভারতের গনতান্ত্রিক ব্যবস্থাই তাদের আকৃষ্ট করেছে।এমন অনন্য দেশ পৃথিবীতে খুবই কম আছে বলে মত এই আফগানির।