অবতক খবর,২৪ ফেব্রুয়ারি,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান : আবারও খড়ের পালুইয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে মন্তেশ্বরে । পুড়ে নষ্ট হয়েছে প্রায় ৫০ বিঘা জমির খড়। শুক্রবার, সন্ধ্যে নাগাদ ঘটেছে কুসুম গ্রাম পঞ্চায়েতের কুলুট গ্রামে। খড়ের পালুইয়ের মালিক মিরাজ খানের দাবি প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যে নাগাদ আচমকা পালুই থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় মানুষজন। তড়িঘড়ি গ্রামের মানুষজন জড়ো হয়ে পার্শ্ববর্তী পুকুর থেকে জল তুলে তা নেভাবার চেষ্টা করেন। সেচের কাজের জন্য থাকা মোটর চালিত ব্যবহার করে আগুন নেভাবার চেষ্টা করা হয়।
শেষ পর্যন্ত প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। একদিন আগেই পার্শ্ববর্তী কুসুম গ্রামে তিনটি খড়ের পালুই ও একটি ধানের মরায়ে রাতের অন্ধকারে আগুন লাগার ঘটনা ঘটে। সেই ঘটনার রেস কমতে না কমতে আবারো একটি আগুন লাগার ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ।