অবতক খবর,২৮ জুলাই,হুগলী :- আবারও চুরান্ত অমানবিক চিত্র দেখা গেল হুগলীর ব্যান্ডেল পোলবা ব্লকের রাজহাট অঞ্চলের কাজি ডাঙ্গা হলুদ ফুল এলাকায়। কাজল পাল নামে ৫০ বছরের এক মানষিক ভারসাম্য হীন ব্যাক্তিকে দীর্ঘদিন ধরে পায়ে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। হয়ত সামান্য চিকিৎসায় ওই ব্যক্তি সুস্থ হয়ে যেতে পারত। কিন্তু আর্থিক অভাবে বৃদ্ধা মা তার চিকিৎসা করাতে পারেনি। যদিও কাজলের আরও দুই ভাই আছে। কিন্তু তারা নিজেদের সংসার নিয়েই ব্যস্ত। বৃদ্ধা মা জানায় তিন ছেলের মধ্যে কাজল বড়। কুঁড়ি বছর আগে ঠিক বয়সে ছেলে কাজলকে বিয়েও দিয়েছিল। তাদের একটি ছেলে হয়।ছেলের তিন বছর বয়সে বাচ্ছা নিয়ে কাজলের স্ত্রী অন্যত্র চলে যায়। এরপর থেকেই একটু একটু করে কাজল মানষিক ভারসাম্য হারিয়ে ফেলে। গত পনেরো বছর ধরেই এই অবস্থা। কয়েক বছর আগে কাজল অন্যত্র চলে গিয়েছিল। পাঁচ বছর আগে নিজে থেকেই ফিরে আসে। এর পরেই তার মা ছেলের পায়ে লোহার শিকল দিয়ে বেঁধে রাখেন।
বৃদ্ধা মা কান্না ভেজা কাঁপা কাঁপা গলায় জানালেন যদি কোনো স্বহ্নদয় ব্যক্তি বা কোনো সংস্থা ছেলেকে চিকিৎসা করে সুস্থ জীবনে ফিরিয়ে দিক।