অবতক খবর,১৮ জুন: আবারও নতুন করে অশান্ত হয়ে উঠল মণিপুরের কাংপোকপি।
সোমবার রাতে সিআরপিএফের বাস জ্বালিয়ে বিক্ষোভ জনতার !

সূত্রের খবর সোমবার রাতে রাজ্যের পাহাড়ি জেলা কাংপোকপিতে ঢুকেছিল সিআরপিএফ জওয়ানদের একটি বাস| জানা যায় সেই সময় বাসটিকে আটক করে একদল লোক ।এরপর বাস থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন তাদের ।সিআরপিএফ জওয়ানেরা বাস থেকে নামতেই সেটিতে আগুন ধরিয়ে দেয় ওই দলটি। কাংপোকপি কুকি অধ্যুষিত জেলা। যে বাসে করে সিআরপিএফ জওয়ানেরা যাচ্ছিলেন, সেটির মালিক মেইতেই সম্প্রদায়ের।জানা গিয়েছে, কাংপোকপি জেলার কমিশনারের অফিসে সিআরপিএফ জওয়ানদের নিয়ে যাওয়া হচ্ছিল ওই বাসে। ভোটের আগে থেকেই ওই কমিশনারের অফিসে মোতায়েন রয়েছেন তারা ।

সূত্রের খবর ,গত সপ্তহে বিষ্ণুপুরে দু’টি ট্রাক জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই ট্রাকে বোঝাই ছিল চূড়াচাঁদপুরে সেতু বানানোর সামগ্রী।
জানা যায় বিষ্ণুপুরে ঢুকতেই ট্রাক দু’টি আটকে আগুন ধরিয়ে দেওয়া হয় আর তার বদলা নিতেই এমন কার্য বলে অনুমান পুলিশের ।