অবতক খবর,১৬ আগস্ট,বাঁকুড়া:- আবারো পোষ্টার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাকুড়ার জঙ্গল মহলে।
বারিকুল থানার জাঁতাডুমুর গ্রামে সাদা কাগজে লাল কালিতে লেখা ঐ পোষ্টার কে বা কারা লাগালো স্পষ্ট নয় কারোর কাছে।
পরে পুলিশ গিয়ে ঐ বেনামী পোষ্টার গুলি উদ্ধার করে।
এদিন উদ্ধার হওয়া ঐ পোষ্টারে লেখা রয়েছে, ‘যারা জোরদার জমিদার তারাই পাচ্ছে সরকারি বাড়ি’।
স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে ঘুম থেকে উঠে গ্রামে তিনটি পোষ্টার ও পতাকা পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ গ্রামে এসে ঐ পোষ্টার সহ পতাকা খুলে নিয়ে যায় বলে তারা দাবি করেন।