অবতক খবর,১৩ ফেব্রুয়ারী,মালদা:- আবারো বড়োসড়ো সাফল্য মালদার বৈষ্ণবনগর থানা পুলিশের। এবার ২০০ টাকার জাল নোটের হদিস মালদায়।গ্রেফতার ভিন রাজ্যের দুই বাসিন্দা। মালদার বৈষ্ণবনগর থানার পুলিশের অভিযানে জাল নোট উদ্ধার। ৯৯ হাজার ৬০০ টাকার জাল নোটসহ গ্রেফতার দুই বিহারের বাসিন্দা।

গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার টাউনশিপের পিটিএস মোড় এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আটক করা হয় দুইজনকে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় ৯৯ হাজার ৬০০ টাকার জাল নোট। ধৃত মনীশ পোদ্দার ও পিন্টু কুমার।

ধৃতদের বাড়ি বিহারের ভাগলপুর জেলার পীর পাইতি এলাকায়। উদ্ধার হয়েছে ৪৯৮টি দুইশো টাকার নোট। ধৃতদের মালদা জেলা আদালতে তোলে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়।