অবতক খবর,১৪ জুন: অভিষেক ব্যানার্জীর বাড়িতে পৌঁছে গেল সিবিআইয়ের ৮ অফিসারের একটি দল। মঙ্গলবার সাড়ে এগারোটা নাগাদ সিবিআইয়ের একটি দল অভিষেকের বাড়িতে পৌঁছে যায়। কয়লা পাচার মামলাতেই তাঁকে আজ জেরা করবে সিবিআই। এমনটাই সূত্রের খবর। এছাড়াও লন্ডনের দুটি ব্য়াঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যও তাঁর কাছ থেকে জানতে চায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

এর আগে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দু’বার তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন। এখন অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কলকাতায় তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। কয়লা পাচার মামলায় এখনও পর্যন্ত ১৩০০ কোটি টাকার আর্থিক লেনদেনের তথ্য মিলেছে।

অভিযোগ, এই কয়লা পাচারের লাভের অংশ পৌঁছেছে বহু প্রভাবশালী ব্যক্তির কাছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থার সন্দেহ হাওয়ালা মারফত সেই মোটা টাকা বিদেশের ব্যাঙ্কে চলে যাচ্ছে। কয়লা পাচার মামলায় এই টাকা বিদেশ যাওয়ার তথ্য মিলেছে। এমনই একটা যোগসূত্রেই রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে তদন্তকারীরা।