অবতক খবর,১৬ ডিসেম্বর: আজ আবার চুরির খবর পাওয়া গেল হালিশহর ৬ নং ওয়ার্ড ভট্টাচার্য্য পাড়া শিবের গলিতে। এবার চুরি হয়ে গেল এক প্রাক্তন পুলিশ কর্মী সুশীল কুমার পালের বাড়িতে। তিনি করোনায় প্রয়াত হয়েছেন। তাঁর বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী। এমন একটি অসহায় অবস্থার মধ্যে পড়লে সুশীল বাবুর স্ত্রী তাঁর জামাই শ্যামল কুমার দত্তের তত্ত্বাবধানে থাকেন। দেখা গেল যে সেই বাড়িতেও সম্পূর্ণ জিনিসপত্র চুরি করে পালিয়েছে চোরেরা। বাড়িঘর লন্ডভন্ড,তছনছ এমন একটি ঘটনা ঘটেছে, আলমারি ভাঙ্গা সেখান থেকে টাকা পয়সা নিয়ে গেছে, তার পরিমাণ কত এখনো জানা যায়নি। অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়েছে তারা। তাহলে কি বীজপুর থানা প্রশাসনকে এই চোরেরা চ্যালেঞ্জ জানাচ্ছে?
মুখ্যমন্ত্রী বিশেষ নজর দিতে বলেছিলেন এই থানার উপর এবং বীজপুর থানাকে পুরো খোল পাল্টে ফেলেছিলেন এই অঞ্চলের মানুষের নিরাপত্তার জন্য। কিন্তু দেখা যাচ্ছে হিতে বিপরীত হয়েছে। পুলিশ কমিশনারেটের কাছে এই সমস্ত খবর যাচ্ছে কিনা জানা নেই। একটা অদ্ভুত অবস্থার মধ্যে পড়ে গিয়েছে বীজপুর। যখন তখন যেখানে সেখানে চুরির ঘটনা ঘটছে। এটা কতদিন চলবে কে জানে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পুলিশের একই কথা, তদন্ত চলছে। তদন্তের একটা অন্ত থাকবে, কিন্তু না, পুলিশ বলছে তদন্ত চলছে। তদন্তের পর কি ঘটনা ঘটছে মানুষ আর জানতে পারছে না। এই একটা তদন্ত শব্দকে সম্বল করে থানা প্রশাসন চলছে।