অবতক খবর,২৯ অক্টোবর: গড়াতে চলেছে রেলের চাকা। 50 শতাংশ আসন যাত্রী নিয়ে লোকাল ট্রেনকে গ্রিন সিগন্যাল দেখালেন নবান্ন।
চলমান কোভিড বিধিনিষেধ মেনে ৩০শে নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার কথা জানান নবান্ন। তবে এই দফায় লোকাল ট্রেন চালানোর ছাড়পত্র দেয়া হলো।
50% যাত্রী নিয়ে স্বাভাবিক পরিষেবা শুরু করতে পারবে রেল কর্তৃপক্ষ।
কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ৬ মেয়ে থেকে বন্ধ হয়েছিল লোকাল ট্রেন চলাচল পরিষেবা। নবান্ন নির্দেশিকায় কথা হয়েছে 50% আসনে যাত্রী নিয়ে চলাচল করতে পারে লোকাল ট্রেন। অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব মেনে টেনের সফর করতে হবে যাত্রীদের।
কিভাবে ভিড় নিয়ন্ত্রণ করবে রেল।
পূর্ব রেলওয়ে মুখপাত্র এক লব্য চক্রবর্তী জানান,এ ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে আজ আলোচনা করব সাধারণ মানুষকে সচেতন হতে হবে সবচেয়ে নেই সবাই উঠতে পারবেন না।
50% যাত্রী নিয়েই ট্রেন চালানো সম্ভব নয় বলে অভিমত প্রাক্তন রেল কটা ডিসি মিত্রের। তার কথায় যাত্রীদের মাস্ক বাধ্যতামূলক করতে হবে। আর পুরো দমে ট্রেন চালাতে হবে না হলে আইনশৃঙ্খলা সমস্যা দেখা দিতে পারে স্পেশাল ট্রেনের নিয়ন্ত্রণ করা করা যায়নি।