অবতক খবর,১৮ আগস্ট: আবার বিজেপিতে ভাঙ্গন। এবার বিজেপি নেতা অর্থাৎ হরিণঘাটা বিধানসভার বিধায়ক অসীম সরকারের নির্বাচনী কো-অবজারভার নিমাই দাস সম্ভবত আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান দিতে চলেছেন।
শুধু তাই নয় একাধিক বিজেপি সংগঠনের নেতা ও কর্মীরা এদিন রানাঘাট জেলা অফিসে যোগদান করবেন বলে খবর।

রানাঘাট সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভাপতি ও প্রাক্তন মন্ত্রী রত্না ঘোষ কর জানান,মানুষকে ভুল বুঝিয়ে যে ভোট বিজেপি লুট করেছে, আগামী দিনে তার ফল ভোগ করতে হবে বিজেপিকে। শুধু তাই নয়, সাম্প্রদায়িক দাঙ্গা ও ধর্ম বিভাজনের রাজনীতি যে দল করেছে তাতে আগামীতে পতন অনিবার্য।
রাজ্য সরকারের প্রকল্প এবং মা মাটি মানুষের সরকার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে আজ বিজেপি ছেড়ে তৃণমূলে অনেকেই যোগ দিচ্ছেন। এমতাবস্থায় সারা নদীয়ার এবং রানাঘাট জেলা জুড়ে চলেছে ঘরে ফেরা ও তৃণমূল কংগ্রেসে যোগদান পর্ব।