অবতক খবর,৩০ আগস্ট,বাঁকুড়া:- এবার বিজেপির বড় ভাঙ্গন বাঁকুড়া জেলার বিষ্ণুপুর বিধানসভা বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ তৃণমূলে যোগদান করলেন ।২০২১ বিধানসভা ভোটের পূর্বে তন্ময় ঘোষ বিষ্ণুপুর পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য ছিলেন। রাতারাতি বিজেপিতে যোগদান করে পরেরদিনই ২০২১ বিধানসভার নির্বাচনে বিজেপির দ্বারা নির্বাচিত প্রার্থী হন বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে।এমনকি বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অর্চিতা বিদকে ১১৪২০ ভোটে হারিয়ে বিধায়ক পদে নির্বাচিত হন তন্ময় ঘোষ।
তন্ময় ঘোষ বিজেপিতে যোগদানের শুরু থেকেই বিজেপি কর্মীদের সঙ্গে তেমনভাবে দেখতে পাওয়া যায়নি . আজ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কলকাতায় ব্রাত্য বসুর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তন্ময় বাবু।
বিষ্ণুপুর তৃণমূল সভাপতি অলোক মুখার্জী বলেন, উনি যুব তৃণমূলে ছিলেন। বিজেপি টোপ দিয়েছিল, আর জনগণের ভোটে জিতে গেছে। সবাই উন্নয়নে সামিল হতে চায় বলে তিনি জানান। বিজেপি সভাপতি সুজিত অগস্থীর দাবি, বিষ্ণুপুরের মানুষের প্রতি উনি বিশ্বাসঘাতকতা করেছেন। বিজেপি প্রার্থী হিসেবেই মানুষ ওঁকে ভোট দিয়েছিলেন।