অবতক খবর,১১ নভেম্বর: জানাযায় গতকাল প্রসব যন্ত্রণা নিয়ে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন বড়ঞা থানার ভবানীনগর গ্রামের এক প্রসূতি, যদিও গতকাল বিকেলে ওই প্রসূতি ছুটি নিয়ে বাড়ি চলে যান এবং আজ সকালে তিনি নিজের বাড়িতে সন্তান প্রসব করেন এবং তৎক্ষণাৎ সদ্যজাত এবং প্রসূতিককে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করেন প্রসূতির আত্মীয়স্বজন।

কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার ডাক্তারেরা ওই প্রসূতির সঙ্গে সদ্যজাতের নারী কাটতে চাইলে বাধে গোল এবং প্রসূতির আত্মীয়স্বজনের সঙ্গে চিকিৎসকের বচসা তৈরি হয় প্রথমে এবং পরে কান্দি মহকুমা হাসপাতালের চিকিৎসক ওই প্রসূতিকে মারধর করে এমনকি হাসপাতালের নার্সিং স্টাফ ৩০০০ টাকা দাবি করি পরিবারের কাছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার কথা এলাকায় জানাজানি হতেই প্রসূতির পরিবারের পক্ষ থেকে হাসপাতাল চত্বরের বিক্ষোভ দেখেন এবং দোষী চিকিৎসক এবং নার্সিং স্টাফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনায় চাপা উত্তেজন কান্দি মহকুমা হাসপাতাল চত্বরের। যদি এই বিষয়ে কান্দি মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদমাধ্যমের মুখোমুখি হননি।