অবতক খবর,২৭ ডিসেম্বরঃ আবাস যোজনার বাড়ি না পেয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা, তাদের দাবি চার বছর ধরে তারা আবেদন করেও কোন বাড়ি পায়নি।
আজ পঞ্চায়েতে বোর্ড মিটিং চলছিল খবর পেয়ে গ্রামবাসীরা সেখানে এসে পঞ্চায়েত অফিস ঘেরাও করে। পরে প্রধান বিডিওকে দিয়ে যাচাই করার আশ্বাস দিলে পঞ্চায়েত ঘেরাও মুক্ত হয়।
পঞ্চায়েত সদস্য সুদর্শন বর জানান এখানকার যারা আধিকারিকরা আছে তাদের কাছে আবার জোছনার বাড়ির আবেদন পত্র জমা করেছিল গ্রামবাসীরা কিন্তু এখন দেখছি কেবল দুটো সংসদে বাড়ি পেয়েছে এবং বাকি বারোটা সংসদে ফাইলে কোন কাগজই নেই এখানকার আধিকারিকরা আর ধ্যান দিয়ে কাজ করেন না পেয়ারাপুর পঞ্চায়েতে প্রধানের তো কোন কথাই চলে না উনারা যেটা ঠিক করে দেবেন সেটাই ফাইনাল।আমরা চাইছি যাতে প্রতিটা গরিব মানুষ যাতে ঘর পায়।
এক বাসিন্ধা জানান দীর্ঘ ৪ বছর হয়ে গেল আবেদন করেছি এখনও কোনো ঘর পাই নি । শ্যামলী বর নামক এক গ্রামবাসী জানান পঞ্চায়েত এ কাগজ জমা পড়েছে , হবে হবে করছে কিন্তু কবে হবে? দীর্ঘদিন ধরে এই অসুবিধা ভোগ করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা অবিনাশ মন্ডল জানান আমাদের এখানে গরীব সংখ্যক মানুষের সংখ্যা বেশী,প্রচুর মানুষ আবেদন করেছিলাম সেখানে আমাদের এসেছে হাতে গোনা ঘর আমরা জানতে চাই বাকী ঘরগুলো কবে হবে।
পঞ্চায়েতের প্রধান সীমা সরদ্দার জানান পঞ্চায়েতের সব কটি সংসদ থেকেই প্রায় ৪০০ ঘরের জন্য আবেদন করা হয়েছিল তার মধ্যে থেকে কেবলমাত্র দুটি পঞ্চায়েত ঘর পেয়েছেন এবং বারোটা পঞ্চায়েতে কোনো কাগজ নেই। আমরা এমএলএ কে এবং বিডিও সাহেবকে জানিয়েছি তারা বলেছেন এই সপ্তাহের মধ্যেই অনুসন্ধান করে দেখবে।