আবির ও সেইসব কবি
তমাল সাহা

আমরা তো কবি
মেপে মেপে আবির মাখি
ভালোবাসাকে করি অপমান।

ভালোবেসে শাসকের পায়েও
আবির মাখতে জানি
প্রিয়তমা তুমি কোরোনা অভিমান।

একই হাতে
তোমাকেও আবির মাখি
শাসককেও আবির মাখি
তাতে হয় কি কোনো পাপ?
কবির জাতধর্ম আছে
আবিরের তাতে কি অপরাধ!

তবে শোনো প্রিয়তমা
করিও ক্ষমা
সোহাগে আদরে
তোমাকে আবির মাখি গায়।
মুদ্রা-মোহরেরও জাতধর্ম নেই
তা ছুঁতে আপত্তি কোথায়?
তাই,ভালোবেসে আবির মাখি
শাসকের পায়!