অবতক খবর,১২ অক্টোবর: আমডাঙায় তৃণমূল কংগ্রেসের INTTUC র কার্যালয়ে ভাঙচুর,ব্যানার ফেস্টুন ছেড়ার অভিযোগ। মঙ্গলবার ভোর রাতে দুষ্কৃতীরা এমন ঘটনা ঘটিয়েছে বলে দাবি তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের। অন্যদিকে আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির পরিষদীয় দল নেতা মোস্তাক আহম্মেদ মণ্ডলের দাবি, নব্য তৃণমূলরাই দলে জায়গা না পেয়ে ভাঙচুর,ব্যানার ফেস্টুন ছিড়েছে। তবে তারা কেউই তৃণমূলে ভোট দেয়নি। তারা আসলে দুষ্কৃতী। বিধায়ক রফিকুর রহমানের দাবি, দোষীদের বিরুদ্ধে প্রশাসনকে আইনাণুগ ব্যবস্থা নিতে বলেছেন। এই ঘটনায় তৃণমূলেরই কয়েজ জনের বিরুদ্ধে আমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয় INTTUC র সদস্যরা।এমনটাই পুলিশ সূত্রে খবর।
তবে প্রশ্ন, থানার মাত্র ১০০ মিটারের মধ্যে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তে আমডাঙ্গা থানার পুলিশ।