নিজস্বসংবাদদাতা ::অবতক খবর :: ৪ঠা ডিসেম্বের :: উত্তর ২৪ পরগনা :: আমডাঙা থানার মরিচা গ্রাম পঞ্চায়েত এলাকায় গাজীপীর হাট সংলগ্ন একাধিক দোকানের গায়ে কাটমানির পোস্টার দেখা যায়। এই পোস্টটারে টিএমসির প্রাক্তন প্রধান সহ একাধিক স্থানীয় নেতার নাম ও তাদের নানা কুকর্ম ও 100 দিনের কাজের দুর্নীতি,সিন্ডিকেট রাজ, এছাড়া সরকারি ঘর থেকে কাটমানি নেওয়ার অভিযোগ দেখা যায়।
এই প্রসঙ্গে আমডাঙ্গার বিধায়ক রফিকার রহমান বলেন, সংবাদমাধ্যমের কাছে তিনি কাটমানির পোস্টারের কথা জানতে পেরেছেন,বিজেপির অস্তিত্ব হারিয়ে যাচ্ছে,তাই এই কাটমানি পোস্টার ও মিথ্যা প্রচার |যাদের নামের বিরুদ্ধে পোস্টার পড়েছে তারা কেউ কাটমানির সাথে যুক্ত নয়।
অন্যদিকে আজ বারাসতে ফরোয়ার্ড ব্লক নেতা হরিপদ বিশ্বাস বলেন ,পুরো সরকারটাই কাটমানির সরকার,এই সরকার সারদার টাকা নিয়ে সরকারে এসেছে।রাজ্যের সরকার ছাগলের ও কেন্দ্রের সরকার গরুর।ফরোয়ার্ড ব্লক বা সিপিএম কেউ পোস্টার মারতে যায়নি,শুধু বাড়িঘর নয়,দিদির অনুপ্রেরণায় শৌচালয় তৈরিতেও কাটমানি নিচ্ছে এই শাসকদল।