রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া ::    ডোমজুর মাকড়দহ ১ নং গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ। জুতো ও লাঠি নিয়ে পঞ্চায়েত অফিস ঘেরাও করে গ্রামের বহু মহিলা ও পুরুষ। সঙ্গে ছিল এলাকার বিজেপি নেতা কর্মীরা। অভিযোগ আমপান ঝড়ে ক্ষতিপূরণের টাকা নিয়ে স্বজনপোষন হয়েছে।গরিব মানুষদের টাকা দেওয়া হয়নি।যাদের কাঁচা বাড়ি ভেঙেছে তারা টাকা পায়নি।এমন বহু মানুষ টাকা পেয়েছে যাদের পাকা বাড়ি রয়েছে।

আজ দুপুরে পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিতে যায় বিজেপি।তখনই ক্ষতিপূরণ না পাওয়া মানুষজন পঞ্চায়েত অফিসে চড়াও হয়।পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ।পঞ্চায়েত প্রধান জানান,তড়িঘড়ি করে কাজ করায় ভুল হয়েছে।এব্যাপারে এখন ভেরিফিকেশন করা হচ্ছে।আসল ক্ষতিগ্রস্ত মানুষ যাতে টাকা পায় প্রশাসনের সেই ব্যবস্থা করা উচিত।

প্রধানের অভিযোগ বিরোধী দল ইচ্ছাকৃতভাবে গ্রামবাসীদের খেপিয়ে নিয়ে এসেছে এখানে।বিজেপির অভিযোগ পঞ্চায়েত প্রধান জেনেবুঝে টাকা নিজেদের লোককে পাইয়ে দিয়েছে। সেই টাকা ফেরত নিয়ে গরিব মানুষদের দিতে হবে নাহলে পঞ্চায়েত অফিসে তালা মেরে দেওয়া হবে।