অবতক খবর,১৯মে: কাঁচরাপাড়া পৌরপ্রধান সুদামা রায় জানান আমফান ঘূর্ণিঝড়ের জন্য পৌরসভা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।
তিনি এক সাক্ষাৎকারে জানান, প্রাকৃতিক বিপর্যয়ে আমরা ক্রমাগত আক্রান্ত। কিন্তু আমরা ভয় পাচ্ছি না। জনগণও আতঙ্কিত হবেন না। আমরা করোনার বিরুদ্ধে যেমন লড়ছি, তেমন আমরা আগত যে বিশাল প্রাকৃতিক দুর্যোগ আমফান, তার বিরুদ্ধেও লড়ব, তাকে প্রতিরোধ করব এবং আমরা জয়ী হব।
তিনি জানান,পৌরসভার পক্ষ থেকে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে পৌরভবনে। একটি কমিটি গঠন করা হয়েছে। যারা এর নিয়ন্ত্রণে থাকবেন।
কাঁচরাপাড়াবাসীদের কাছে তিনি আবেদন জানান,আপনারা এই ঝড়ের বিষয়ে কোনভাবেই আতঙ্কিত হবেন না। পৌরসভা প্রস্তুত আছে। কোন বিপদের সম্মুখীন হলে আপনারা পৌরসভার কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করুন। পৌরসভা প্রস্তুত আছে। সেইমত নাগরিক পরিষেবার দায়িত্ব নেবে। আমরা লড়ছি, আমরা লড়ব এবং আমরা নিশ্চিত জয়ী হব।