অবতক খবর , সংবাদদাতা, ৩০ শে এপ্রিল, শালবনী :: লকডাউন বাড়ছে তবুও তারই মাঝে সাধারণ মানুষের দুঃখকষ্টে পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন সংগঠন। আজ শালবনীর কোমরবাঁধে চারটি গ্রামের সকলকে অর্থাৎ ২০০টি পরিবারকে দুপুরের খাওয়ার দেওয়া হয়। শালবনী সৃষ্টি সোসাইটি,শালবনী জাগরণ, প্রাথমিক শিক্ষক সমিতি সদর উত্তর ও ছাত্র যুব শিক্ষক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্বন্বয় মঞ্চের উদ্যোগে আজকের এই কর্মসূচি রূপায়ন করে শালবনী ৩ নং অঞ্চলের খামারবাড় গ্রাম কমিটি।
এছাড়াও ভাউদির বন্ধুগোষ্ঠী ক্লাব সকালে ২ নং বিষ্ণুপুর অঞ্চলের চাঁদাবিলার আদিবাসী গ্রামটিতে ২০০ পরিবারের হাতে চাল, ডাল, ডিম, আলু ও সবজি তুলে দেওয়া হয়। ক্লাবটির এই কর্মসূচি বিগত সাতদিন ধরে নিয়মিত চলছে। শালবনীর এই দুটি কর্মসূচি তে অংশগ্রহণ করেন শালবনী পঞ্চায়েত সমিতি র সভাপতি মিনু কোয়াড়ী, পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ, শিক্ষক তন্ময় সিংহ, অমিত মারিক, বাপ্পা বিষয়ী প্রমুখেরা। মঞ্চের তরফে তন্ময় সিংহ বিশেষ ধন্যবাদ দেন সন্দীপ সিংহ এর পাশাপাশি শালবনী উচ্চ বিদ্যালয়ের ২০০২ পাশ আউট গ্রুপের দেবরাজ ঘোষ,মৌমিতা মন্ডল, রুদ্রাণী মুখার্জি, মৌমিতা মুখার্জি ও সুরভী সামন্তকে।
চাঁদাবিলা গ্রামে আজ ভাউদি বন্ধুগোষ্টী ক্লাবের তরফে উপস্থিত ছিলেন অতনু মন্ডল,খোকন বেরা,পলাশ বিষই,সৌগত মন্ডল,সুদীপ্ত বেরা,সন্দীপ মন্ডল,সৌরভ মন্ডল,গোপাল হাতি,বিশ্বজিৎ হাতি,বিপ্লব হাতি। খামারবাড়ে কোমরবাঁধ প্রাথমিক বিদ্যালয়ে এই দুপুরের খাবারের ব্যাবস্থা করেন খামারবাড় গ্রাম কমিটির তরফে মনোরঞ্জন দন্ডপাট,সুনীল কিস্কু,উত্তম কারক প্রমুখেরা।