দুঃসময়ের এই দুরন্ত সময়ে কলম খেলা করে তরবারির মতো

আমার কবিতা এখন মনসৃজা
তমাল সাহা

১) এই আমি

আমি তো গোপনে থাকি না
আমি চাই আমার প্রকাশ।
তুমি ছড়াও সন্ত্রাস
আমি তো কলমকে করবোই তুরুপের তাস
লিখে যাবো অস্ত্রী মানুষের ইতিহাস!

২) রাষ্ট্রের প্রতি

হে রাষ্ট্র!
মিডিয়া তো তোমার বিরুদ্ধে নিশ্চিত প্রতিবাদী সন্ত্রাস ছড়ায়।
শব্দ যদি ব্রহ্ম হয় তোমাকে চ্যালেঞ্জ
দেখি আমার শব্দ কতদূর যায়…

৩) শব্দ সন্ত্রাসী

আমি তো নিশ্চিত শব্দ সন্ত্রাসী
হে আমার স্বদেশ!
আমি যে তোমাকে বড় ভালোবাসি!

৪) কবিতা পাঠ

আকাশে মেঘ না থাকলেও
মেঘ উঠে আসে কবিতায়
জ্যোৎস্নাময় চাঁদও দেখো তুমি
এই ঘোর অমাবস্যায়
বৃষ্টি না হলেও প্রেমিকার সাথে
সমাপন করো জলস্নান
ভিজে ভিজে রমণ করো কবিতায়

স্বাধীনতার অমৃত উৎসব হবে বুঝি!
নারী ধর্ষণ নারীদাহ প্রজন্মের প্রলাপ
কবিতায় আসে না, কবিতা মরে গেছে
তার কোনো শুশ্রূষা নিরাময় হয় না
আমার কবিতা বেঁচে নেই, বাঁচে না!

৫) জামিন ও জমিন

তিনবার তো জামিন নিলে আর কতবার জামিন নেবে?
শাসক কি তোমায় ছেড়ে দেবে?

আগুন খেয়েছো সে তো অঙ্গারই হবে।
আর কতকাল মানবজমিন নিয়ে পড়ে রবে!