কিষান আন্দোলনে তরুণ চাষী নিহত
আমার কোনো কবিতা নেই
তমাল সাহা
সেই পুরাতনী সাবেকি সনাতনী স্লোগান
আমি মানি না—
এর মানে কী, সব মনে রাখা হবে?
আমার সোজা স্লোগান
ঢেলা মারলে পাটকেল খেতে হবে।
কবিতা নাকি হবে জৈবিক সামাজিক ভৌগোলিক এবং কালজয়ী ঐতিহাসিক
যত দোষ কবিতার, সে যদি মিছিলে মিটিংয়ে যায়
হয়ে ওঠে রাজনৈতিক!
মায়ের চোখ দুটি দেখো কথাহীন কথা কতো
কিভাবে তাকিয়ে আছে গুলিখাওয়া ছেলের দিকে
তুমি দেহের বাঁক আঁকো জ্যোৎস্না আঁকো
ঠোঁটের ভিতরে ঠোঁট রেখে কথা বলো কবিতাতে!
আমি সস্তার মশলাদার ঝালমুড়ি কবিতা লিখবো বলে
দ্রুত শব্দ ঝাঁকাই কৌটোতে।