অবতক খবর,১৩আগস্ট :: ‘আমার চেয়ে দল বড়, আর দলের চেয়েও দেশ বড়’ বলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। স্বাধীনতার ৭৫ তম বর্ষে অমৃতমহোৎসব উপলক্ষ্যে সোনামুখীর রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর গ্রামে শনিবার সকালে কচিকাঁচাদের নিয়ে মিছিলে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। একই সঙ্গে সরকারী সিদ্ধান্তকে মান্যতা দিয়ে ‘হরঘর তিরঙ্গা’ কর্মসূচী হিসেবে ১৩ থেকে ১৫ আগষ্ট প্রতিটি বাড়িতে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা তোলার আবেদনও জানান তিনি। এদিনের এই কর্মসূচীতে সাংসদ সৌমিত্র খাঁ উপস্থিত ছিলেন, স্থানীয় বিধায়ক দিবাকর ঘরামী সহ অন্যান্যরা।
বিধায়ক দীবাকর ঘরামি বলেন, আজকের এই মিছিল ছিল সম্পূর্ণ অরাজনৈতিক। প্রতিটি বাড়িতে তিরঙ্গা পতাকা লাগানোর আবেদন জানিয়ে এই মিছিল সংগঠিত হয় বলে তিনি জানান।
এদিন স্থানীয় স্কুল গুলির ছাত্র ছাত্রীদের নিয়ে মিছিল পুরো নিত্যানন্দপুর বাজার পরিক্রমা করে। মিছিল শেষে কচিকাঁচাদের হাতে চকোলেট তুলে দেন সাংসদ সৌমিত্র খাঁ স্বয়ং।