অবতক খবর,১৪ ডিসেম্বর,অভিষেক দাস, মালদা:আমের জেলায় কমলালেবু চাষ করে তাক লাগালেন এক যুবক।প্রথাগত চাষে আর সেভাবে লাভ হচ্ছে না৷ তাই মালদার কৃষকরা বিকল্প চাষের সন্ধান করছেন অনেকদিন ধরেই৷ এর আগে বাদাম, আনারস, এমনকি আরবের খেজুরও চাষ করেছেন তাঁরা৷ এবার ওই তালিকায় নাম ওঠালেন পুরাতন মালদার মহিষবাথানী অঞ্চলের গোয়ালপাড়া গ্রামের দীপক রাজবংশী৷ নিজের বাড়ি লাগোয়া জমিতে কমলা লেবুর চাষ করেছেন তিনি৷ অবশ্য এখন সেই চাষ নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন৷ সফল হলে খুব তাড়াতাড়ি তাঁর উৎপাদিত কমলা লেবু মালদার বাজারে বিক্রি হবে৷
পুরাতন মালদার মাটি কিছুটা শক্ত৷ পাথুরে৷ পাহাড়ের মাটির সঙ্গে সামান্য হলেও যেন মিল রয়েছে৷ এই বিষয়টিই বছর কয়েক আগে ভাবিয়ে তুলেছিল দীপকবাবুকে৷ নিজের বাড়ি লাগোয়া ১০ কাঠা জমিতে তিনি কমলা লেবুর পরীক্ষামূলক চাষ করার সিদ্ধান্ত নেন৷ বছর চারেক আগে নদীয়ার রানাঘাটের একটি নার্সারি থেকে কিনে আনেন ১০টি ভুটানি কমলা লেবুর চারাগাছ৷ জমিতে সেই চারা লাগিয়ে শুরু হয় পরিচর্যা৷ পরবর্তীতে একটি চারা মারা যায়৷ তবে তাঁর পরিচর্যায় এখন বাকি ন’টি গাছ সুস্থ ও সবলভাবে বেড়ে উঠছে৷ গাছগুলির উচ্চতা সাত ফুট ছাড়িয়েছে৷ এবার প্রায় দেড় কুইন্টাল কমলা লেবু উৎপন্ন হয়েছে৷ তবে তার আকার খানিকটা ছোট৷ দার্জিলিং কমলা লেবুর থেকেও৷ যদিও তা স্বাদে মিষ্টি৷ কিন্তু ফলের আকার পছন্দ নয় দীপকবাবুর৷ তাই তিনি এবার ফল বাজারজাত করার কথা ভাবেননি৷