অবতক খবর,২২ সেপ্টেম্বর: আরজি করের নির্যাতিতার আর বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশে ১ মিনিটের নীরবতা পালন নতুন কংগ্রেস সভাপতির।
পশ্চিমবাংলার কংগ্রেস কে মজবুত আর শক্তিশালী করা প্রাথমিক দায়িত্ব।
বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে কংগ্রেস কর্মীদের বার্তা।
রাজ্যে এই মুহূর্তে কংগ্রেস এর শক্তি কম ঠিকই।
আমি বুথে এজেন্ট হিসেবে ক্যারিয়ার শুরু করেছি।
সারা রাজ্যে ঘুরে ঘুরে কংগ্রেস দলের নেতা কর্মীদের কাছে যাবো।
বাংলার মানুষের অনেক মান অভিমান আছে কংগ্রেসের ওপর।
অধীর রঞ্জন চৌধুরী, প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে কাছে দিক নির্ণয় করবো ভবিষ্যতে।
কংগ্রেস ক্ষমতায় এলে কৃষি, শিল্প হবে। তরুণদের বাইরে যেতে হবে না। নারী নিরাপত্তা বাড়বে। করpশনের বিরুদ্ধে লড়াই বাড়বে।
আমি নয়, আমরা কংগ্রেস। নতুন স্লোগান। সকলকে নিয়ে চলার বার্তা।
বামেদের সাথে জোট প্রসঙ্গে–
ভবিষ্যতে সকলের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবো।
শরীক তৃণমূল / বামেরা ইন্ডিয়ায়—-
রাজনৈতিক আসন সমীকরণ আর রাজনীতি আলাদা।
জোটও যদি হয় নিজের দলকে প্রায়োরিটি।
মানুষের সঙ্গে আমরা। জনবিরোধী কর্মকাণ্ডে তৃণমূলের বিরোধিতা করবো।
মূল প্রতিপক্ষ কেন্দ্রে বিজেপি আর রাজ্যে তৃণমূল।
সিবিআই এর তদন্ত—
সিনিয়র ডাক্তারদের আরো এক্টিভ হওয়ার প্রয়োজন ছিলো। আগেই আওয়াজ তোলার প্রয়োজন ছিলো। অন্যায়ের প্রতিবাদ করার উচিত ছিলো।তাহলে মেয়েটাকে আজ মরতে হতো না।
থ্রেট কালচার*/টালিগঞ্জ হেয়ার ড্রেসার এর আত্মহত্যা করার চেষ্টা করার ঘটনা প্রসঙ্গে।
মুখ্যমন্ত্রী কে বলবো মহিলাদেরসুরক্ষার বিষয় গুরুত্ব বিষয় গুরুত্ব দিয়ে দেখুন। আওয়াজ চেপে না দেওয়া হয়।
পুলিশ যেনো নিরপেক্ষতার সাথে কাজ করে।