অবতক খবর,১২ আগস্ট: আরজি কর হাসপাতালে ধর্ষণের পরে খুন হওয়া মহিলা চিকিৎসকের বাড়িতে
গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাাধ্যায়।রবিবারের মধ্যে কিনারা না পেলে
তদন্তের দায়িত্ব দেয়া হবে সিবিআইকে,জানালেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর ,শুক্রবার আরজি কর হাসপাতালের চার তলার সেমিনার হলে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের
অভিযোগ ওঠে। সেই ঘটনার পরে সোমবার দুপুরেই ওই মহিলা চিকিৎসকের বাড়ির উদ্দেশে রওনা হন মুখ্যমন্ত্রী।
পরিবারের সঙ্গে কথা বলে মমতা বললেন, রবিবারের মধ্যে পুলিশ তদন্ত শেষ করতে না পারলে সিবিআইকে তদন্তভার দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী সমবেদনা জানিয়ে তার পরিবারের উদ্দেশে বলেন তার মনে হচ্ছে তিনি যেনও নিজের পরিবারের কাউকে হারিয়েছেন ।
এরপর সোমবার সরাসরি মুখ্যমন্ত্রী দেখা করতে গেলেন ওই নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে। দুপুর পৌনে একটা নাগাদ ওই মহিলা চিকিৎসকের বাড়িতে পৌঁছন মমতা।

খবর ;চিকিৎসকের মৃত্যুকে ‘ন্যক্কারজনক এবং অমানবিক’ বলে মন্তব্য করে আন্দোলনকারী চিকিৎসকদের পাশেও দাঁড়িয়েছিলেন মমতা। বলেছিলেন, ‘‘জুনিয়র চিকিৎসকেরা যে বিক্ষোভ দেখাচ্ছেন, তা সঙ্গত বলেই আমি মনে করি। আমি ওঁদের দাবির সঙ্গে একমত। আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি, দোষীদের চিহ্নিত করে তিন থেকে চার দিনের মধ্যে ফাস্টট্র্যাক আদালতে এই মামলা তুলতে এবং প্রয়োজনে ফাঁসির আবেদন জানাতে। কিন্তু, এই অপরাধের কোনও ক্ষমা নেই।’’আরজি করের ঘটনায় ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। শুরু হয়েছে তদন্তও। হাসপাতালের পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।