অবতক খবর,৮ সেপ্টেম্বর: আর জি করের ঘটনায় বিচারের দাবিতে হাওড়ায় রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে হাওড়ায় মিছিল হয় রবিবার। এদিন মিছিল শুরু হয় দালালপুকুরের সামনে থেকে। সেখান থেকে নেতাজি সুভাষ রোড হয়ে মল্লিক ফটক হয়ে হাওড়া ময়দান মেট্রো চ্যানেল পর্যন্ত যায় মিছিল। মিছিলে খেলোয়াড়, চিকিৎসক, সমাজকর্মী, শিল্পী, সাহিত্যিক সহ বিভিন্ন অংশের মানুষ অংশগ্রহণ করেন।
মিছিলে পা মেলান হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জিও।
অরূপ রায় বলেন, এই বর্বরোচিত, নৃশংস ঘটনায় যারা দোষী তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে। তিনি এও বলেন, রাজ্য সরকার একজনকে গ্রেপ্তার করেছে কিন্তু সিবিআই প্রায় একমাস হয় গেলো নৃশংস এই ঘটনার দোষীদের গ্রেপ্তার করতে পারেনি। দ্রুত তার ব্যবস্থা করা হোক।
অরূপ রায় আরও বলেন, আরজিকর কান্ডের বিচার চেয়ে মা বোনেদের আন্দোলনকে তাঁরা সমর্থন করেন। তবে যেভাবে কিছু রাজনৈতিক দল এই ঘটনাকে নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে তাঁরা তার বিরোধিতা করছেন। তাঁরাও চান সিবিআই এই মামলার দ্রুত তদন্ত করে কোর্টের কাছে প্রমাণ তুলে দিক। অপরাধীদের ফাঁসি হোক। আর এই দাবিতেই তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।