অবতক খবর,২ সেপ্টেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:আর জি কর মেডিকেল কলেজের ঘটনা আজ প্রায় ২০ দিন অতিক্রান্ত দিকে দিকে গর্জে উঠছে বাংলার জনসাধারন।
কেন এখনো আরজিকরের ঘটনায় প্রকৃত দোষীদের CBI শনাক্তকরণ করে খুঁজে বার করতে পারলো না কেন ,এই প্রশ্ন তুলে , তাই আরজিকরের নৃশংস ঘটনার প্রতিবাদ ও প্রকৃত আসল দোষীদের খুঁজে বার করে এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আজ দুপুরে মন্তেশ্বর ব্লকের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে মন্তেশ্বর বিডিও অফিসের গেটের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করে ,মন্তেশ্বর ব্লক রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কর্মীরা।
মন্তেশ্বর ব্লক রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে শ্রীধর সাঁই, রফিকুল ইসলাম, রমেন রায় , বাপ্পাদিত্য হাজরারা জানান আরজি করে যে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার জন্য আমরা মর্মাহত, আমরাও এই ঘটনায় CBI খুব শীঘ্র সঠিক তদন্ত করে আসল দোষীদের খুঁজে বার করে তাদের কঠোর শাস্তি ও ফাঁসির দাবি জানাচ্ছি আমরা।। কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্যে যারা রাতের অন্ধকারে হাসপাতাল ভাঙচুর করা সহ যে নোংরা রাজনীতি করে রাজ্যে অরাজকতার তৈরির চেষ্টা চালাচ্ছে সেই পরিস্থিতির তীব্র নিন্দা করে এর প্রতিবাদ জানিয়ে আজকের এই কর্মসূচি বলে জানান রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কর্মীরা। এই কর্মসূচি থেকে রাজ্য সরকারের কর্মচারীরা বলতে থাকে ফাঁসি চাই ,ফাঁসি চাই সিবিআই, সিবিআই।
আর জি করের ক্রাইসিস উই ওয়ান্ট জাস্টিস।