অবতক খবর, দেবাশিস মালিক, নামখানা:- আলিপুর আবহাওয়া দপ্তরের নির্দেশে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া সমস্ত ট্রলারকে বিপদ সংকেত জানিয়ে ফিরে আসার নির্দেশ পাঠিয়েছে l আলিপুরআবহাওয়া দপ্তর সূত্রে দাবি, ষাঁড়াষাঁড়ি কোটালের জল বাড়ার সম্ভাবনা রয়েছে , আগামী বুধবার পর্যন্ত l জেলা প্রশাসনের তরফ থেকে সমস্ত ব্লক আধিকারিকদের নজর রাখার নির্দেশ দেয়া হয়েছে l মৎস্যজীবী সংগঠনকে ট্রলার ফিরিয়ে আনার জন্য অনুরোধ জানানো হয়েছে l

কাকদ্বীপ মৎস্যজীবি সমিতির বিজয় মাইতি জানিয়েছেন, আমাদের বহু ট্রলার ইলিশের সন্ধানে গভীর সমুদ্র উপকূলে জাল ফেলেছিল , সেই সমস্ত ট্রাইব্যুনালকে ফিরে আসার জন্য বলা হয়েছে। তারা ইতিমধ্যে নামখানা ঘাট,কাকদ্বীপ মৎস্য হারবার, বকখালি ফ্রেজারগঞ্জ হরিপুর, সুলতানপুর এলাকাতে চলে এসেছে l রাজ্যের সুন্দরবন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বঙ্কিমচন্দ্র হাজরা সেচ বিভাগকে বিশেষ নজরদারি দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন l