হক জাফর ইমাম :: অবতক খবর :: মালদা: আলুর চাষ করে লাভের মুখ দেখতে চলেছেন মালদার আলু চাষিরা। জেলায় কয়েকশো বিঘা জুড়ে আলু চাষ হয়। ফলন ভালো হলে এবং আলুর দাম থাকলে লাভের আশায় বুক বেঁধেছেন আলু চাষিরা। তাই ঈশ্বরের উপর ভরসা রেখে পুরাতন মালদা ব্লকের নারায়ণপুর এলাকার চাষিরা আলু চাষ করেছ তারা কেউ ব্যাংক থেকে ঋণ নিয়ে আবার কেউ গয়না রেখে টাকা নিয়ে আলু চাষ করেছেন।
অরুণ বাবু এবছর ছয় বিঘা জমিতে আলুচাষ করেছেন। ফলন এবং বাজারে আলুর দাম থাকলে বেশি লাভের মুখ দেখবেন। বর্তমানে যে আবহাওয়া তা আলু চাষের পক্ষে অনুকূল পরিবেশ।যদিও ক এক দিন আগে এক পশলা বৃষ্টিতে আলু চাষের ব্যাপক ক্ষতির সম্ভবনা ছিল যার ফল কিছু কিছু এলাকায় আলু গাছের রোগ পোকার আক্রমণ বেড়েছে
এলাকার চাষী অরুণ রাজবংশী, রাজিব রাজবংশীরা জানালেন, এই গোটা এলাকা জুড়ে আলু চাষ করা হয়েছে। তারা কেউ ব্যাংক থেকে ঋণ নিয়ে আবার কেউ গয়না রেখে সুদে টাকা নিয়ে আলু চাষ করেছেন।
অরুণ বাবু এবছর ছয় বিঘা জমিতে আলুচাষ করেছেন। ফলন এবং বাজারে আলুর দাম থাকলে বেশি লাভের মুখ দেখবেন। বর্তমানে যে আবহাওয়া তা আলু চাষের পক্ষে অনুকূল পরিবেশ।